loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

টি-২০ সিরিজ: শেষ বলে পাকিস্তানের জয়


টি-২০ সিরিজ: শেষ বলে পাকিস্তানের জয়

শেষ ওভারে ১৪ রান নিয়েও জয় পাওয়া হলো না নিউজিল্যান্ডের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে দুই রানে হেরে গেলো দলটি। শাহীন শাহ আফ্রিদির করা শেষ বলে রস্ টেইলর অন্তত ছক্কা হাঁকিয়ে টাই করে দলকে সুপার ওভারে নিয়ে যেতে পারতেন। কিন্তু না, ফুলটস বল খেলে তিনি পেয়েছেন চার রান।

আবুধাবিতে বুধবার (৩১ অক্টোবর) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৮ রান করে পাকিস্তান। জবাবে ছয় উইকেট হারিয়ে ১৪৬ করতে পেরেছে কিউইরা।

১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ছয় ওভারে দুই ওপেনার কলিন মুনরো ও গ্লেন ফিলিপস ৫০ রান তুলে দলকে জয়ের সুবাসই দিয়েছিলেন। মুনরো ৪২ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৫৮ করে বিদায় নেন। তবে শেষ দিকে টেইলরের ৪২ রান  ছাড়া আর কেউ ভালো করতে না পারায় জয় পাওয়া হয়নি তাঁদের।

হাসান আলী পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পান ইমাদ ওয়াসিম ও শাদাব খান। এছাড়া, তিন ওভারে মাত্র ১৩ রান দেন মোহাম্মদ হাফিজ।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিলো না পাকিস্তানের। দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই বিদায় নেন দুই ওপেনার বাবর আজম শাহিবজাদা ফারহান। তবে দলকে বাঁচান হাফিজ। ৩৬ বলে পাঁচটি চার ও দুইটি ছক্কায় ৪৫ করেন তিনি। পাশাপাশি সরফরাজ আহমেদের ৩৪ রান ও আসিফ আলীর ২৪ রান দলের উল্লেখেযােগ্য সংগ্রহে অবদান রেখেছে।

কিউইদের হয়ে দুটি উইকেট পান অ্যাডাম মিলনে। আজাজ প্যাটেল ও ইশ সোধি পেয়েছেন একটি করে উইকেট।

এদিন ম্যাচ সেরা হয়েছেন হাফিজ।

সিরিজের পরবর্তী ম্যাচ দু’টি হবে আগামী ২ ও ৪ নভেম্বর।

Loading...