loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ইউরোপের লিগে ৫৮ বছরের রেকর্ড ভাঙলো পিএসজি


ইউরোপের লিগে ৫৮ বছরের রেকর্ড ভাঙলো পিএসজি

ইউরোপের শীর্ষ পাঁচটি ফুটবল লিগে ৫৮ বছরের রেকর্ড ভাঙলো ব্রাজিলিয়ান তারকা নেইমারের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার (২ নভেম্বর) ফ্রান্সের লিগ ওয়ান-এর ম্যাচে লিলে’র বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয় তুলে নেয় পিএসজি। এটি ছিল পিএসজি’র টানা দ্বাদশ জয় - যা ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের রেকর্ডের শীর্ষে স্থান পেয়েছে।

এর মধ্য দিয়ে ইংল্যান্ডের ক্লাব টটেনহাম হটস্পারের ১৯৬০ সালে করা রেকর্ড টপকে গেলো পিএসজি। টটেনহাম ১৯৬০-৬১ মৌসুমে টানা ১১ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল।

শুক্রবারের ম্যাচে ৭০তম মিনিটে পিএসজি তারকা কিলিয়ান এমবাপের ২৫ গজ দূর থেকে নেয়া শট বাঁক নিয়ে ঢুকে যায় গোলপোস্টে। এই নিয়ে চলতি মৌসুমে ১১টি গোল পেলেন এই ফরাসি স্ট্রাইকার। ৮৪তম মিনিটে নেইমার ব্যবধান দ্বিগুণ করেন।

যোগ হওয়া সময়ে লিলে’র নিকােলাস পেপে পেনাল্টি থেকে একটি গোল শােধ করেন।

এই জয়ের ফলে লিগ ওয়ান-এর পয়েন্ট তালিকার দ্বিতীয় দল লিলে’র চেয়ে ১১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে পিএসজি।

Loading...