loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সিরি আ লিগে শীর্ষস্থান মজবুত করলো ইউভেন্টাস


সিরি আ লিগে শীর্ষস্থান মজবুত করলো ইউভেন্টাস

ইটালির সিরি আ লিগে দারুণ জয় তুলে নিয়েছে ইউভেন্টাস। শনিবার (৩ নভেম্বর) ক্যাগলিয়ারির বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। একটি করে গোল করেন পাওলো ডাইবালা ও হুয়ান কুয়াদ্রাদো। অপর গোলটি আসে আত্মঘাতী থেকে।

সিরি আ, লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগে মোট ৪০০ গোল করা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ম্যাচের শুরুতে একটি স্মারক জার্সি দিয়ে সম্মান জানানো হয়।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন আর্জেন্টাইন তরুণ সেনসেশন ডাইবালা। রদ্রিগো বেন্তাকুরের পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন তিনি। ৩৬ মিনিটে অবশ্য জোয়াও পেদ্রোর গোলে সমতায় ফেরে ক্যাগলিয়ারি। কিন্তু দুই মিনিট পরেই ব্রাদারিচের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। 

ম্যাচের শেষ দিকে কলম্বিয়ান তারকা কুয়াদ্রাদোর গোল করে ইউভেন্টাসের জয় নিশ্চিত করেন।

লিগে ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ইউভেন্টাস ৩১ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো। ইন্টার মিলান ও নাপোলির পয়েন্ট সমান ২৫ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার।

Loading...