loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

প্রথম টি-২০ তে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ভারত


প্রথম টি-২০ তে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে পাঁচ উইকেটে জিতেছে ভারত। ফলে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দলটি।

রোববার (৪ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ফিল্ডিং বেছে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ের শুরুটা ভালো করার ইঙ্গিত দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও উইকেটরক্ষক দিনেশ রামদিন। কিন্তু জুটিতে ১৬ রানের বেশি করতে পারেননি তাঁরা। এরপর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১০০ রানের নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ক্যারিবীয়রা।

যাহোক, শেষদিকে ফাবিয়ান অ্যালেনের ২০ বলে ২৭ ও কেমো পলের ১৩ বলে ১৫ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের বিপক্ষে টি-২০তে এটিই ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন দলীয় রান।

মিড্ল-অর্ডারে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটসম্যানকে তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামান ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। ১৩ রানে তিন উইকেট পেয়েছেন তিনি।

১১০ রানের সহজ লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যাট হাতে নেমে বেকায়দায় পড়ে যায় ভারত। দুই ওপেনারকে দু’অংকে পা রাখতে দেননি ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার ওশান থমাস। রোহিত ছয় ও শিখর ধাওয়ান তিন রান করে বিদায় নেন।

এরপরের তিন ব্যাটসম্যানও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। লোকেশ রাহুল ১৬, ঋসভ পান্থ এক ও মনিষ পান্ডিয়া ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৮৩ রানে ভারতের পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিলো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ২৭ রানের জুটি গড়ে ভারতের জয় নিশ্চিত করেন উইকেটরক্ষক দিনেশ কার্তিক ও ক্রুনাল পান্ডিয়া। 

তখনো ম্যাচের ১৩ বল বাকী ছিলো। কার্তিক ৩১ ও মনিশ ২১ রানে অপরাজিত ছিলেন।

এদিন ম্যাচ-সেরা হয়েছেন ভারতের কুলদীপ।

লক্ষ্ণৌতে আগামী ৬ নভেম্বর হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।

Loading...