loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

দিল্লিতে ধোঁয়াশা, আতঙ্কে বাসিন্দারা


দিল্লিতে ধোঁয়াশা, আতঙ্কে বাসিন্দারা

অন্য দশটি দিনের সকালের মতোই সোমবার (৫ নভেম্বর) ঘুম থেকে উঠেছিল ভারতের দিল্লি শহরের বাসিন্দারা। কিন্তু বাইরের পরিস্থিতি দেখে তাঁদের তাদের চোখ কপালে ওঠে। শীতের আগেই শহর ঢেকে গেছে ধোঁয়াশায়। একটু দূরের জিনিসও একেবারে ঝাপসা। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আগেভাগে উদয় হওয়া এই ধোঁয়াশা শীতের আগমন বার্তা নয়, বরং ভয়াবহ বায়ু দূষণের ফল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলছে, স্বাভাবিকের চেয়ে দিল্লীর বাতাস ২০ গুণ বেশি দূষিত।

অন্যান্য বিশেষজ্ঞরা জানিয়েছেন আরও শঙ্কার কথা। তাঁরা বলছেন, সামনে কালিপূজা। এসময় ফোটানো হয় প্রচুর বাজি। বাজির ধোঁয়ায় এই দূষণ আরও বাড়বে। এমন পরিস্থিতিতে রাজধানীর বাসিন্দাদের যতটা সম্ভব বাইরে বের হতে নিষেধ করেছে দিল্লী প্রশাসন।

এদিকে কালিপূজায় এই দূষণ আরও গুরুতর হওয়া ঠেকাতে ব্যবস্থা নিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন, এই উৎসবের সময় দিনের বেলায় দুই ঘণ্টার বেশি বাজি ফোটানো যাবে না। তবে এই নির্দেশ কতটুকু পালন হবে তা নিয়েও রয়েছে সন্দেহ।

ডাব্লিউএইচও-এর তথ্য অনুযায়ী বায়ু দূষণের দিক দিয়ে বিশ্বে দিল্লির অবস্থান ষষ্ঠ। নভেম্বর ও ডিসেম্বর মাসে দিল্লির দূষণের মাত্রা বেড়ে যায়।

Loading...