loader image for Bangladeshinfo

শিরোনাম

  • পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম সিরি আ শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

টেস্টে মাশরাফিকে ছাড়িয়ে গেলেন তাইজুল


টেস্টে মাশরাফিকে ছাড়িয়ে গেলেন তাইজুল

সিলেটের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৮ রানে ছয়টি উইকেট শিকার করেছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ফলে ২০ টেস্টে (চলমান ম্যাচের প্রথম ইনিংস পর্যন্ত) তাঁর উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ায় ৭৫-এ। তাই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারে চতুর্থ স্থানে উঠে আসেন তিনি।

তাঁর উপরে ছিলেন সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক ও মাশরাফি বিন মর্তুজা। সাকিব-রফিকের সাথে তাইজুলের উইকেটের ব্যবধান ছিলো বিস্তর। তবে মাশরাফিকে ছুঁয়ে ফেলার ভালো সুযোগ ছিলো তাইজুলের। কারণ মাশরাফিকে টপকে যেতে মাত্র চারটি উইকেট প্রয়োজন ছিলো তাইজুলের। সেটি সিলেটের মাটিতেই সম্ভব ছিলো। কারণ সিলেট টেস্টে আরও এক ইনিংস বল করার সুযোগ ছিলো তাঁর।

অবশেষে দ্বিতীয় ইনিংসে চা-বিরতির আগ পর্যন্ত বল হাতে চারটি উইকেট শিকার করে মাশরাফিকে টপকে যান তাইজুল। ২০ টেস্টে ৭৯ উইকেট তাইজুলের। ৩৬ টেস্টে ৭৮ উইকেট মাশরাফির।

বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেট- শিকারী শীর্ষ পাঁচজন বোলার (সিলেট টেস্টের তৃতীয় দিন চা বিরতি পর্যন্ত):

বোলার                     ম্যাচ    উইকেট

সাকিব আল হাসান     ৫৩            ১৯৬

মোহাম্মদ রফিক          ৩৩            ১০০

তাইজুল ইসলাম           ২০*            ৭৯

মাশরাফি মর্তুজা           ৩৬            ৭৮

শাহাদাত হোসেন          ৩৮            ৭২

Loading...