loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বর্তমান মন্ত্রিপরিষদই বহাল থাকছে


বর্তমান মন্ত্রিপরিষদই বহাল থাকছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান মন্ত্রিপরিষদই বহাল থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচনের সময় এই মন্ত্রিপরিষদ পুনর্গঠন করে নির্বাচনকালীন সরকার গঠন করা হচ্ছে না। শুধু যাঁরা অনির্বাচিত বা টেকনোক্র্যাট শাখায় (জাতীয় সংসদ সদস্য নন) ছিলেন - তাঁদের মন্ত্রি-পদ থেকে বাদ দেওয়া হয়েছে। সোমবার (৬ নভেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-কথা জানিয়েছেন বলে একাধিক মন্ত্রি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উল্লেখ করেছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সোমবারের সভায় প্রধানমন্ত্রী বর্তমান মন্ত্রিপরিষদে থাকা চারজন টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেন। চারজন টেকনোক্র্যাট মন্ত্রী - বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ডাক, টেলিযোযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ইতোমধ্যে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রিবৃন্দকে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা না নেওয়া এবং কঠোরভাবে আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন।

সভায় অংশ নেওয়া একাধিক সূত্র আরো জানায়, ওই সময় চলমান সংলাপের প্রসঙ্গ এলে প্রধানমন্ত্রী বলেছেন, সবার সঙ্গেই তো আলোচনা করেছি। আলোচনা এখন শেষ পর্যায়ে। ৭ নভেম্বরের পর আর কোনো আলোচনা হবে না।

Loading...