loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে বার্সেলোনা


চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে বার্সেলোনা

শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। জয় না পেলেও দুই ম্যাচ হাতে রেখেই সবার আগেই ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠে গেছে দলটি।‘বি’ গ্রুপে ইন্টার মিলানের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত হয়েছে আর্নেস্টো ভালভার্দের শিষ্যদের।

গত মাসে প্রথম লেগের ম্যাচে ক্যাম্প ন্যুতে ২-০ গোলে জয় পেয়েছিল বার্সা। সেই আত্মবিশ্বাস নিয়ে মঙ্গলবার (৬ নভেম্বর) সান সিরোতে আতিথ্য গ্রহণ করে দলটি। একাদশে ছিলেন না আহত লিওনেল মেসি। তবে শুরুটা দারুণ করে ক্যাটালানরা। দ্বিতীয় মিনিটেই এগিয়ে পেতে পারতো দলটি। তবে উসমান ডেম্বেলের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে প্রতিরোধ করেন গোলরক্ষক। ১০ মিনিট পর লুইস সুয়ারেজের নেয়া প্রচন্ড গতির শট ক্রসবার ঘেঁষে চলে যায়।

যাহোক, প্রথমার্ধের বাকী সময়টা হতশ্রী পারফরম করে বার্সা। ইন্টার মিলানের খেলাতেও ছন্দ ছিল না। দুদলের খেলাই ছিল প্রায় এলোমেলো ও গতিহীন। অতিথিরা আক্রমণে উঠেছে ঠিকই, তবে প্রতিপক্ষের রক্ষণপ্রাচীর ভাঙতে পারেনি। অন্যদিকে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টাই ছিল না ইটালির ক্লাবটির। রক্ষণাত্মক ফুটবলেই মনোযোগ ছিল তাঁদের। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় বার্সা। দারুণ সব আক্রমণে বারবার ইন্টারের রক্ষণভাগ ভেঙে ভেতরে প্রবেশ করেন সুয়ারেজ-ইভান রাকিটিচরা। ৬০ মিনিটে দারুণ সুযোগও পায় দলটি। তবে গোলপোস্ট ভেদ করতে পারেননি রাকিটিচ।

এর পরেও আক্রমণের চাকা সচল রাখে বার্সা। এবার আর তাঁদের বিমুখ করেনি ভাগ্যদেবী। ৮১ মিনিটে ডেম্বেলেকে বসিয়ে ম্যালকমকে নামান কোচ। ভালভার্দের আস্থার প্রতিদান দিতে মোটেও দেরী করেননি তিনি। ফিলিপ কটিনিয়োর এগিয়ে দেয়া বল ধরে ডি-বক্সে ঢুকে এক ঝটকায় সামনের ডিফেন্ডারকে পাস কাটিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। 

এরপর মনে হচ্ছিল পূর্ণ পয়েন্ট নিয়েই ঘরে ফিরবে বার্সা। কিন্তু না, নাটক তখনও বাকি ছিল! ৮৭ মিনিটে বিদ্যুৎগতির শটে ঠিকানায় বল পাঠান দারুণ ফর্মে থাকা মাউরো ইকার্ডি। ফলে বার্সার এগিয়ে যাওয়ার আনন্দ স্থায়ী হয় মাত্র চার মিনিট। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুদলকে।

চার ম্যাচে তিনটি জয় ও একটি ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট সাত।

Loading...