loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • সুস্থ হয়ে উঠছেন এ টি এম শামসুজ্জামান

  • চালু হলো পঞ্চগড় এক্সপ্রেস, স্টেশনের নতুন নামকরণ

  • শেষ ম্যাচে হেরেও ইতিহাস গড়লো পিএসজি

  • ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে মেসির নতুন রেকর্ড

  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে

‘জিরো’ ছবিতে যেভাবে বামন হয়েছেন শাহরুখ


‘জিরো’ ছবিতে যেভাবে বামন হয়েছেন শাহরুখ

বলিউড কিং শাহরুখ খানের জন্মদিনে মুক্তি পাওয়ার কথা ছিল ‘জিরো’ ছবির ট্রেইলার। সেই অপেক্ষার অবসান ঘটেছে। ইন্টারনেটে ট্রেইলার মুক্তি পেতেই হয়েছে ভাইরাল৷! ‘জিরো’তে বামন শাহরুখের দুর্দান্ত অভিনয়ের ঝলক উঠে এসেছে ট্রেইলারে। অন্যদিকে আনুশকা ও ক্যাটরিনা ট্রেলারের স্বল্প পরিসরেই জানিয়ে দিলেন - পুরো ছবিতে তিনজনে মিলে একেবারে ধামাকা করতে চলেছেন৷

পুরো ছবি জুড়ে শাহরুখকে এমন খর্বাকারেই দেখা যাবে। চরিত্রের নাম বুম্বা সিংহ। কিন্তু কীভাবে সম্ভব হল এমন? তা নিয়েই ভক্তদের মনে প্রশ্ন দানা বেঁধেছে। জানা গেছে, প্রযুক্তি ব্যবহার করেই শাহরুখকে এমনভাবে দেখানো সম্ভব হয়েছে। এই প্রযুক্তি প্রথম ‘লর্ড অফ দি রিংস’ (২০০১) ছবিতে ব্যবহার করা হয়। 

ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। প্রযোজক শাহরুখপত্নী গৌরি খান। ২১ ডিসেম্বর সারাবিশ্বে মুক্তি পেতে চলেছে ‘জিরো’।

Loading...