loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

নিজেদের মাঠে ম্যানইউর কাছে হারলো ইউভেন্টাস


নিজেদের মাঠে ম্যানইউর কাছে হারলো ইউভেন্টাস

ইউভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর করা প্রথম গোলে দীর্ঘ সময় এগিয়েছিল ইটালিয়ান ক্লাবটি। তবে ম্যাচের শেষ চার মিনিটের নাটকীয়তায় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেই গেল ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যান ইউ। ‘এইচ’ গ্রুপে গত মাসে ম্যান ইউ’র মাঠে প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল ইউভেন্টাস। অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে বুধবার (৭ নভেম্বর) মাঠের খেলায় দু’দল প্রায় সমান শক্তিমত্তা প্রদর্শন করে। তবে শট বেশি নিতে পেরেছে ইউভেন্টাস। তবে একটির বেশি গোল পাওয়া হয়নি। ৬৫ মিনিটে লিড পায় স্বাগতিকরা। লিওনার্দো বনুচ্চির পাসে ভলিতে জালে বল পাঠান রোনাল্ডো। ইউভেন্টাসে যোগ দেওয়ার পর ইউরোপ সেরার আসরে এটিই তাঁর প্রথম গোল। সব মিলিয়ে ১২১ গোল নিয়ে তিনিই এই তালিকায় শীর্ষে রয়েছেন। ৭৯ মিনিটে কোচ হোসে মরিনহো বদলি ফুটবলার হিসেবে হুয়ান মাতাকে মাঠে নামান। নেমেই বাজিমাত করেন এই স্প্যনিশ। সাত মিনিট পর দারুণ এক ফ্রি-কিকে সফরকারীদের সমতায় ফেরান তিনি। আগের তিন ম্যাচে জয় পাওয়া জুভিদের বিরুদ্ধে এই আসরে প্রথম গোল হলো। ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে হার নিশ্চিত হয় রোনাল্ডোদের। মাতার আরও একটি ফ্রি-কিক গোলরক্ষক ঠেকালেও তা ধরে রাখতে পারেননি। বল এসে বোনুচ্চির মাথায় লেগে অ্যালেক্স সান্দ্রোর গায়ে লেগে আত্মঘাতী গোল হয়। ‘এইচ’ গ্রুপে চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা ম্যান ইউ’র পয়েন্ট সাত। পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভ্যালেন্সিয়া। ইয়াং বয়েজের পয়েন্ট এক।

Loading...