loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে

  • লিভারপুলের পরে আর্সেনালের পরাজয়ে ম্যানসিটিই শীর্ষে

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

  • শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ

  • আনন্দমুখর পরিবেশে বঙ্গাব্দ-১৪৩১ বরণ-উৎসব উদযাপিত

ঢাকা-পঞ্চগড় ট্রেন সার্ভিস চালু


ঢাকা-পঞ্চগড় ট্রেন সার্ভিস চালু

‘একতা’ ও ‘দ্রুতযান’ এক্সপ্রেস ট্রেন আজ থেকে দিনাজপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত চলবে।

‘দ্রুতযান’ পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে সকাল ৭টা ২০ মিনিটে, ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। ঢাকা থেকে ‘দ্রুতযান’ ছাড়বে রাত ৮টায়, পঞ্চগড় পৌঁছাবে সকাল ৬টা ৩৫ মিনিটে। 

‘একতা’ পঞ্চগড় থেকে ছাড়বে রাত ৯টায়, ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল ৮টা ১০ মিনিটে। ঢাকা থেকে ‘একতা’ এক্সপ্রেস ছাড়বে সকাল ১০টায় এবং পঞ্চগড় পৌঁছাবে রাত পৌনে ৯টায়। 

জানা গেছে, ঢাকা-পঞ্চগড় এসি বার্থের ভাড়া ১ হাজার ৯৪২ টাকা, এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৫৩ টাকা, নন-এসি বার্থের ভাড়া ১ হাজার ১৪৫ টাকা ও শোভন চেয়ারের ভাড়া ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) এই রেলসেবার উদ্বোধন করা হয় পঞ্চগড়ে। স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর প্রকাশিত হয়েছে।

Loading...