loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

২০ দলীয় ঐক্যজোটও নির্বাচনে অংশ নেবে


২০ দলীয় ঐক্যজোটও নির্বাচনে অংশ নেবে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যৌথভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় ঐক্যজোট। একই সঙ্গে বড়দিন ও অন্যান্য কারণে নির্বাচনের ঘোষিত তফসিল এক মাস পেছানোর দাবি জানিয়েছে জোটটি। রোববার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণা পাঠ করেন সমন্বয়ক এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এ-সময় ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

লিখিত বক্তব্যে অলি আহমদ বলেন, দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রতিজ্ঞ ও জনগণের প্রতি আস্থা আছে বলেই এত “প্রতিকূলতা”র মাঝেও ২০ দলীয় জোট সর্বসম্মতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, আমরা দাবি করছি, সরকার দেশনেত্রীকে (বেগম খালেদা জিয়া) মুক্তি দিয়ে তাঁকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেবে; অবিলম্বে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে; অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত থেকে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে; নির্বাচনে অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনো ধরনের হয়রানি করবে না।

এক প্রশ্নের জবাবে কর্নেল অলি বলেন, তফসিল না পেছালে ২০ দলীয় জোট পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। আসন বণ্টনের বিষয়ে তিনি বলেন, জোটের নেতাবৃন্দ বসে এ-ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এখনও তা চূড়ান্ত নয়। 

সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহীম, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ইসলামী ঐক্যজোটের সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, মুসলিম লীগের সভাপতি এএইচ এম কামরুজ্জামান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সভাপতি (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সভাপতি মুফতি মো. ওয়াক্কাস, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জমিয়তের উলামায়ে ইসলামের একাংশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, ইসলামিক পার্টির সভাপতি আবু তাহের চৌধুরী, ডেমোক্র্যাটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি রিটা রহমান, বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ ন্যাপের সভাপতি এমএন শাওন সাদেকী, ইসলামিক পার্টির সভাপতি কারী আবু তাহের, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। তবে জানা গেছে, তিনি জোটে আছেন। জোটবদ্ধ হয়েই নির্বাচন করবেন পার্থ।

Loading...