loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ফিরেই মেসির জোড়া গোল, তবু হারলো বার্সা


ফিরেই মেসির জোড়া গোল, তবু হারলো বার্সা

আঘাত সেরে দীর্ঘদিন পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। জোড়া গোলও করলেন। তবে হার এড়াতে পারেনি বার্সেলোনা। রোববার (১১ নভেম্বর) রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগার ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ৪-৩ গোলে হেরে যায় আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

রোববারের ম্যাচে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে পিছিয়ে যায় বার্সা। ২০ মিনিটে জুনিয়র ফ্রিপোর গোলে লিড পায় বেটিস। ৩৪ মিনিটে জোয়াকুইন গোল করলে দুই গােলের ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

বিরতির পর অবশ্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় বার্সা। অবশেষে ৬৮ মিনিটে ব্যবধান কমায় ক্লাবটি। জর্ডি আলবা ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে গোল করে মেসি দলকে এগিয়ে দেন।

তিন মিনিট পর বার্সা আরও পিছিয়ে পড়ে। এবার প্রতিপক্ষ শিবিরে মেসির জাতীয় দলের আর্জেন্টাইন সতীর্থ জিওভানি লো সেলসো গোল করেন। কিন্তু বার্সার আরতুরো ভিডাল ৭৯ মিনিটে গোল করলে আবারও ব্যবধান কমায় ক্যাটালানরা।

উদ্দীপ্ত বেটিস ৮৩ মিনিটে গোল করে একহালি পূর্ণ করে। এবারের গোলদাতা ক্যানালেস। শেষদিকে যোগ করা সময়ে মেসি আরও একটি গোল করলেও হার এড়াতে পারেনি বার্সা।

এই ম্যাচ হেরেও অবশ্য শীর্ষে রয়েছে বার্সা। ১২ ম্যাচে সাতটি জয় তিনটি ড্র ও দুইটি হারে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরেই রয়েছে স্পেনের অন্যতম শীর্ষ এই ক্লাব।

Loading...