loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

৭ম বারের মতো বিশ্ব প্রোগ্রামিংয়ের ফাইনালে শাবিপ্রবি


৭ম বারের মতো বিশ্ব প্রোগ্রামিংয়ের ফাইনালে শাবিপ্রবি

কম্পিউটার প্রোগ্রামিংয়ের সবচেয়ে মর্যাদাকর ইভেন্ট ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এসিএম আইসিপিসি) প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিএসই বিভাগের দল ‘সাস্ট ডেসিফ্রেডর’। শনিবার (১০ নভেম্বর) ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ঢাকা সাইটের এই প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

বিজয়ী শাবিপ্রবি দল ২০১৯ সালের ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্তুগালে অনুষ্ঠেয় প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবে। ফলে সপ্তমবারের মতো ওয়ার্ল্ড ফাইনালে যাচ্ছে শাবিপ্রবি। 

বিজয়ী দলের তিন সদস্য হলেন - বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী মওদুদ খান শাহরিয়ার, জুবায়ের আরাফ ও অভিষেক পাল। রানার আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল।

শাবিপ্রবির কোচ ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

এ-বছরের প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৯৮টি দল অংশ নেয়। ২০১২ সাল থেকে সপ্তমবারের মতো মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবে শাবিপ্রবি।

Loading...