loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • রাসায়নিক গুদাম সরাতে সহযোগিতার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

  • বেসিস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সফটএক্সপোর যৌথ আয়োজক

রেকর্ড গড়ে মুশফিকুর রহিমের দ্বিশতরান


রেকর্ড গড়ে মুশফিকুর রহিমের দ্বিশতরান

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের ইনিংস খেললেন মুশফিকুর রহিম। সোমবার (১২ নভেম্বর) ঢাকায় জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ২১৯ রানে অপরাজিত থাকলেন তিনি। টপকে গেলেন গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাকিব আল হাসানের ২১৭ রানকে।

দুশোর বেশি রান করে টেস্টে দেশের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড ভাঙার নজির এর আগে রয়েছে স্যার ডন ব্র্যাডম্যান, জর্জ হেডলি, ভিনু মানকড়, ব্রায়ান লারা ও বীরেন্দ্র শেহবাগের। এই তালিকায় মুশফিকুর হলেন ষষ্ঠ ক্রিকেটার।

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বাধিক রান রয়েছে তামিম ইকবালের। তা ভাঙতে আর ৮৭ রান দরকার মুশফিকুরের। এখনই তাঁর হয়েছে ৩৯৬২ রান। চলতি বছরে মুশফিকুরের ২১৯ রানই আবার প্রথম দ্বিশতরান। টেস্টে এটা তাঁর দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। তিনিই হলেন একমাত্র উইকেটকিপার, যাঁর টেস্টে দুটো ডাবল সেঞ্চুরি রয়েছে। এর আগে সাতজন কিপার টেস্টে দ্বিশতরান করেছেন।

ম্যারাথন ইনিংসে ৪২১ বল খেলেছেন মুশি। এটাও টাইগারদের রেকর্ড। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে মহম্মদ আশরাফুল ৪১৭ বল খেলেছিলেন। এই ইনিংসে ৫৮৯ মিনিট ক্রিজে ছিলেন মুশফিকুর। এটাও রেকর্ড। ১৮ বছর আগে বাংলাদেশের অভিষেক টেস্ট ভারতের বিরুদ্ধে আমিনুল ইসলাম ৫৩৫ মিনিট ক্রিজে ছিলেন। তিনি করেছিলেন ১৪৫ রান।

সোমবার সকালে পাঁচ উইকেটে ৩০৩ নিয়ে খেলতে শুরু করেছিল বাংলাদেশ। মুশফিকুর খেলছিলেন ১১১ রানে। তাঁর ২১৯ রানের ইনিংসে রয়েছে ১৮ চার ও একটি ছয়।

সাত উইকেটে ৫২২ রান তুলে বাংলাদেশ ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। দিনের এক উইকেটে ২৫ তুলেছে জিম্বাবুয়ে।

প্রসঙ্গত, প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে।

Loading...