loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

টানা তিন হারে টি২০ বিশ্বকাপ থেকে সালমাদের বিদায়


টানা তিন হারে টি২০ বিশ্বকাপ থেকে সালমাদের বিদায়

টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ ক্রিকেট ২০১৮

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৯৭/৭ (২০ ওভার) (মেন্ডিস ০, পেরেরা ৯, সুরাগিকা ১৬, জায়াঙ্গানি ১২, শ্রীবারধানে ৩১, কৌসল্যা ৯, ডি সিলভা ১২, ওয়েরকডি ১*; জাহানারা ৩/২১, সালমা ০/১১, খাদিজা ১/১৫, রুমানা ১/২৬, ফাহিমা ১/১৬, রিতু মনি ০/৬)

বাংলাদেশ: ৭৫/১০ (২০ ওভার) (সানজিদা ০, আয়েশা ১১, ফারজানা ০, নিগার ২০, রুমানা ১, শামীমা ৫, জাহানারা ১, সালমা ৬, ফাহিমা ২, রিতু ১১, খাদিজা ৪*;  প্রাবধানি ২/৬, রিকডি ০/৯, ফেরনাদো ১/১৭, সিলভা ০/৪, রানাসিঙ্ঘা ১/৯, শ্রিবর্ধনে ২/১০, জায়াঙ্গানি ৩/১৭)

ফলাফল: শ্রীলঙ্কা ২৫ রানে জয়ী।

বোলাররা নিজেদের কাজটা করেছিলেন ঠিকঠাক-ই। শ্রীলঙ্কান নারীদের বেধে রেখেছিলেন ১০০ রানের নিচে। তবু ব্যাটারদের নিদারুণ ব্যর্থতা থেকে বেরুতে পারেনি বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে টানা তৃতীয় ম্যাচ হেরেছে সালমা খাতুনের দল।

সেন্ট লুসিয়ায় আগে বোলিং নেওয়া বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে ৯৭ রানের বেশি করতে দেয়নি। ওই রান তুলতে গিয়েও ২৫ রানে হেরেছে বাংলাদেশ। টানা তিন হারে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের বিদায়।

বুধবার (১৫ নভেম্বর) তিন অঙ্কে যেতে পেরেছেন মাত্র তিনজন। পুরো ২০ ওভারে খেলেও সীমানা পার করতে পেরেছেন মাত্র তিনবার। ১২০ বলের খেলার বাংলাদেশের নারীরা ডট বল খেলেছেন ৭৫টি।

৯৮ রানের সহজ লক্ষ্যে নেমে প্রথম বলেই অসুন্দর সিদ্ধান্তের শিকার হয় বাংলাদেশ। অফ স্টাম্পের অনেক বাইরের বলে সানজিদা ইসলামকে এলবিডব্লিও দেন আম্পায়ার। তবে রিভিউ যে আছে এবং সেটা যে নিতে হয় - তা যেন মাথাতেই ছিল না তাঁর। বিস্ময়করভাবে রিভিউ না নিয়ে ফেরেন সানজিদা। আগের ম্যাচে ভালো খেলা আরেক ওপেনার আয়েশা রহমান ফেরেন ১১ রান করে।

প্রথম দুই ম্যাচে রান না পাওয়া নিগার সুলতানা জ্যোতি এদিন ছিলেন ছন্দে। দুইটি চারে ২০ রান করার পর তাঁর উইকেট গেছে রানআউটে। আবারও ব্যর্থ হয়েছেন রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি।

এর আগে শ্রীলঙ্কা দলকে বিপর্যস্ত করেছিলেন জাহানারা আলম। চার ওভার বল করে ২১ রানে তিনটি উইকেট নিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেন শুরু থেকেই। আঁটসাঁট বল করেছেন সালমাও। বাকিদের বোলিংও হয়েছে জুতসই। কিন্তু ব্যাটিং হলো না আন্তর্জাতিক মানের কাছাকাছি পর্যায়ে !

Loading...