loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়বে জাতীয় ঐক্যফ্রন্ট


‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়বে জাতীয় ঐক্যফ্রন্ট

ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে যাচ্ছে। ড. কামাল হোসেনের নেতৃত্বে সাত দফা দাবি নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপিসহ পাঁচ দলের এই জোটের পক্ষ থেকে আজ এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে আজ বৈঠকে বসেছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ। ওই বৈঠক থেকেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত এসেছে। বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এ-তথ্য জানিয়েছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলো হলো - বিএনপি, গণফোরাম, জাসদ (জেএসডি), নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ।

Loading...