loader image for Bangladeshinfo

শিরোনাম

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

  • ফিলিস্তিনের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রতিরোধ ভাঙলো বাংলাদেশের

  • প্রীতিম্যাচে স্পেনকে রুখে দিলো ব্রাজিল

  • একই মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন কণ্ঠ ও শব্দ সৈনিক

  • বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান

চুয়াডাঙ্গায় চালু হলো বাংলাদেশের প্রথম ‘স্মার্ট স্কুল’


চুয়াডাঙ্গায় চালু হলো বাংলাদেশের প্রথম ‘স্মার্ট স্কুল’

প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া রোধ ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে চুয়াডাঙ্গায় সরকারি অর্থায়নে দেশের প্রথম আলোকিত স্মার্ট স্কুল চালু করা হয়েছে। লক্ষ্য - কোমলমতি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এটিই দেশের প্রথম স্মার্ট স্কুল। বিদ্যালয়টিতে ভিন্নতাও আছে বেশ। নানা রঙে সাজিয়ে শোভাবর্ধন করা হয়েছে। ডিজিটাল হাজিরাসহ শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাঠ নিতে পারছে।

বাংলাদেশের প্রথম স্মার্ট স্কুল দেখতে ভিড় জমাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামে বিদ্যালয়টি নির্মাণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গন দৃষ্টিনন্দন করতে দেয়ালে নানা রঙের রং তুলি, ছবি ও কার্টুন আঁকা হয়েছে।

এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরার পাশাপাশি শিক্ষকদেরও এর আওতায় আনা হয়েছে। একই সঙ্গে প্রতিটি ক্লাসে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যালয়টিতে সার্বক্ষণিক নিজস্ব বিদ্যুৎ-ব্যবস্থার পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় রাখা হয়েছে।

গত ১৫ নভেম্বর বাংলাদেশের প্রথম স্মার্ট বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল দাস।

Loading...