loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে এবারের ‘ব্যান্ড ফেস্ট’


আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে এবারের ‘ব্যান্ড ফেস্ট’

বছর ঘুরে আসছে ১ ডিসেম্বর । আবারও হতে যাচ্ছে ব্যান্ড সংগীতের উৎসব  ‘ব্যান্ড ফেস্ট’। তবে এবার আর সরাসরি পাওয়া যাচ্ছে না ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে। গত ১৮ অক্টোবর তিনি চলে গেছেন না ফেরার দেশে। এবারের ব্যান্ড ফেস্টে তিনি না-থেকেও থাকবেন পুরোটা জুড়ে। এমনটাই জানান দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আই। 

প্রতিষ্ঠানটি জানায়, এবারের উৎসব উৎসর্গ করা হচ্ছে কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে।  চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। পুরো উৎসবজুড়েই থাকবে আইয়ুব বাচ্চুর গান ও স্মৃতিময় নানা আয়োজন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এ -উপলক্ষে ২৯ নভেম্বর চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অবসকিওর ব্যান্ডের টিপু, ডিফরেন্ট টাচের মেসবাহ, দলছুটের বাপ্পা মজুমদার, জলের গানের রাহুল প্রমুখ। এবারের ব্যান্ড ফেস্ট উপস্থাপনা করবেন অপু মাহফুজ, শাফি আহমেদ ও দিলরুবা সাথী।

এবার ব্যান্ড ফেস্টে অংশ নেবে এলআরবি। আরও গান করবে ফিডব্যাক, দলছুট, ডিফরেন্ট টাচ, জলের গান, উচ্চারণ, তরুণ, বাউলা, তিরন্দাজসহ ১৫টি ব্যান্ড। 

আইয়ুব বাচ্চুর গান ছাড়াও প্রতিটি ব্যান্ড নিজেদের জনপ্রিয় একটি গান করবে।

Loading...