loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

শহরের সমস্যা সমাধানের উপায় উদ্ভাবন করে পুরস্কার অর্জন


শহরের সমস্যা সমাধানের উপায় উদ্ভাবন করে পুরস্কার অর্জন

শহরাঞ্চলের স্বাস্থ্যসেবা, আবাসন, জ্বালানিসহ বিভিন্ন সমস্যা সমাধানের উপায় উদ্ভাবন করে চারটি বিভাগে পাঁচটি দল বিজয়ী হয়েছে। বিজয়ী দলগুলো হচ্ছে - নবায়নযোগ্য জ্বালানি ক্যাটাগরিতে নিরভানা, সিটি বার্ড, হেলথ কেয়ার ক্যাটাগরিতে যত্ন হেলথকেয়ার, লো কস্ট আরবান হাউজিং ক্যাটাগরিতে অনুষঙ্গ, ওয়াশ ক্যাটাগরিতে ড্রিংক ওয়েল।  এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছে রেসপনসিভ আরবানিস্ট।

‘আমাদের শহরের সমস্যা, আমরাই করব সমাধান’ স্লোগান নিয়ে এই ‘আরবান ইনোভেশন চ্যালেঞ্জ’-এর আয়োজন করে ব্র্যাক। সোমবার (২৭ নভেম্বর) মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. আইনুন নিশাত, এই প্রতিযোগিতার জুরি বোর্ডের সদস্য ও ব্র্যাকের স্ট্র্যাটেজি, কমিউনিকেশন্স অ্যান্ড এমপাওয়ারমেন্ট কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ, আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ প্রকল্পের উপদেষ্টা টিনা জাবিন, প্রথম আলোর ইয়ুথ কো-অর্ডিনেটর মুনির হাসান, ইএমকে সেন্টারের ডিরেক্টর নাভিদ আকবর, গ্রিন ডেল্টা লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী। ব্র্যাক নগর উন্নয়ন কর্মসূচির প্রধান হাসিনা মুশরফা, বিশেষজ্ঞগণ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

দেশের শহরাঞ্চলের সমস্যা সমাধানে মেধাবী তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে চায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। তাই তরুণ উদ্ভাবক খুঁজছে তাঁরা। এ-লক্ষ্যে গত ২৪  জুলাই দ্বিতীয়বারের মতো শুরু হয় আরবান ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতা। এতে প্রায় ৩০০ উদ্ভাবনী ধারণা জমা পড়ে - যা থেকে চূড়ান্ত পর্বে ১৩টি নির্বাচিত হয়। 

এই পর্বে স্বল্প খরচে আবাসন, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন, নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন - এই পাঁচটি বিষয় থেকে আইডিয়া নিয়ে তাঁদের পুরস্কৃত করা হয়।

বিজয়ী দলগুলোর প্রতিটিকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হবে। ব্র্যাকের সহায়তায় প্রতিটি দল ছয় মাসের মধ্যে তাঁরা তাঁদের সমাধান-পরিকল্পনা বাস্তবে রূপদানের সুযোগ পাবে।

ড. আতিকুর রহমান উদ্ভাবনী বিষয়ে পুরস্কৃত করার উদ্যোগ নেওয়ার জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা তাঁদের নতুন উদ্ভাবনী চিন্তা তুলে ধরে। এতে প্রতিভাব বিকাশের পাশাপাশি বিভিন্ন সমস্যা আরও সহজভাবে সমাধান করা সম্ভব।

Loading...