loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

আবারও নতুন রেকর্ড, রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেন মেসি


আবারও নতুন রেকর্ড, রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেন মেসি

ফুটবল খেলায় রেকর্ড বিষয়টাকে ছেলেখেলা-ই বানিয়ে ফেলেছেন আর্জেন্টাইন বিস্ময় লিওনেল মেসি। তিনি মাঠে নামেন যেন রেকর্ড করতেই। যেমন গত বুধবার (২৮ নভেম্বর) পিএসভি’র বিপক্ষে খেলতে নেমে করলেন আরেকটি রেকর্ড। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। এই রেকর্ড করে তিনি পেছনে ফেলেছেন পর্তুগাল ও ইউভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে।

বুধবার রাতে ইউরোপের ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে ১০৬তম গোলটি করেছেন মেসি। এই ম্যাচে বার্সার দুই গোলের একটি করা ছাড়াও অন্য গোলটিতে তিনি অ্যাসিস্ট করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫টি গোলের মালিক ছিলেন বর্তমানে ইউভেন্টাসে খেলা রোনাল্ডো।

বুধবার পিএসভিকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। অবশ্য আগেই তাঁদের এই প্রতিযোগিতার নকআউট পর্বে উত্তরণ নিশ্চিত হয়েছে।

নিজের গড়া এই রেকর্ড প্রসঙ্গে এফ. সি বার্সেলোনার ওয়েবসাইটে মেসি বলেছেন, ‘‘আমি আনন্দিত। নতুন পরিসংখ্যানের জন্য আমি খুশি।’’

চ্যাম্পিয়ন লিগে মোট গোল সংখ্যায় অবশ্য রোনাল্ডো-ই এখনও সবার উপরে। সিআর সেভেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল ও ইউভেন্টাসের হয়ে ১২১টি গোল করে শীর্ষে রয়েছেন। এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন মেসি।

Loading...