loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

জিডিজি সোনারগাঁও আয়োজিত গুগল ডেভফেস্ট হ্যাক স্প্রিন্ট অনুষ্ঠিত


জিডিজি সোনারগাঁও আয়োজিত গুগল ডেভফেস্ট হ্যাক স্প্রিন্ট অনুষ্ঠিত

প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ২৫টি দল। ডেভফেস্ট হ্যাক স্প্রিন্ট ২০১৮ ছিল একটি প্রোডাক্ট ডিজাইন প্রতিযোগিতা - যেখানে প্রতিটি দল টানা ১০ ঘণ্টায় একটি নতুন প্রোডাক্ট তৈরি করে এবং তা এক্সপার্ট এবং ইনভেস্টরদের সামনে তুলে ধরে। প্রতিযোগিতাটি তিনটি ভিন্ন থিমের উপর আয়োজন করা হয়, এগুলো হলো ট্যুরিজম, এডুকেশন অ্যান্ড লার্নিং, ও ইন্টারনেট অফ থিংগস । 

প্রতিযোগীদের প্রথমে ৩০ মিনিটের মধ্যে একটি গুগল কোড ল্যাব সমাধান করতে হয় এবং পরবর্তী সময়ে মেন্টররা তাঁদের প্রডাক্ট ডিজাইনের জন্য দরকারি পরামর্শ প্রদান করেন।

টানা ১০ ঘণ্টার প্রোডাক্ট ডিজাইনিং শেষে তিনটি থিম থেকে তিনটি বিজয়ী দল ঘোষণা করা হয়। সেরা বিজয়ীর পুরস্কার জিতে নেয় টিম ডেফডিলিয়ান্স, আসিম্পটোট এবং বুয়েট স্টারেডিয়ান। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের কম্পিউটার বিভাগের প্রধান প্রফেসর ড এম কায়কোবাদ, স্টার্টআপ বাংলাদেশ-এর ইনভেস্টমেন্ট অফিসার টিনা এফ জাবিন, জিডিজি সোনারগাঁও-এর কমিউনিটি ম্যানেজার ইসতিয়াক রেজা, টগি সার্ভিসের হেড অফ এইচ আর রাইহানুল ইসলাম, আইপে’র মার্কেটিং এক্সপার্ট জশিতা সানজানা।

বিজয়ী দলের ডেভেলপাররা টগি সার্ভিসে শিক্ষানবিশী করার সুযোগ পাবে। 

প্রতিযোগিতার সার্বিক সহায়তায় ছিল টগি সার্ভিস। এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন জিডিজি সোনারগাঁও এর কো-ম্যানেজার ওমর আহমেদ এবং মেহেদি হাসান।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...