loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

প্রথম নারী ব্যালন ডি’অর জয়ী হেগেরবার্গ


প্রথম নারী ব্যালন ডি’অর জয়ী হেগেরবার্গ

এবারই প্রথম ফুটবলে নারীদের বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর দেওয়া হলো। আর এই পুরস্কারটি জিতে ইতিহাস গড়ছেন অলিম্পি লিঁওর নরওয়েজিয়ান স্ট্রাইকার আদা হেগেরবার্গ।  গত সোমবার সন্ধ্যায় প্যারিসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২০১৮ সালের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়। এ সময় নারী ক্যাটাগরিতে হেগেরবার্গকে নারী ব্যালন ডি’অর পুরস্কারে ভূষিত করা হয়। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

গত মৌসুমটি দারুণ কাটিয়েছেন হেগেরবার্গ। তিনি তার দল লিঁওর হয়ে ফ্রেঞ্চ টাইটেল জিততে অসাধারণ ভূমিকা রাখেন। এছাড়া চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটির হয়ে ফাইনালে গোলও করেন ২৩ বছর বয়সী এই তরুণী।

এদিকে নারী ব্যালন ডি’অরের মতো এবারই প্রথম বর্ষসেরা তরুণ ফুটবলারকে পুরস্কারে ভূষিত করা হলো। যেখানে ‘কোপা ট্রফি’ নামে বছরের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার উঠেছে ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পের হাতে।

Loading...