loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সেরা উদীয়মান ফুটবলার এমবাপ্পে


সেরা উদীয়মান ফুটবলার এমবাপ্পে

২০১৮ রাশিয়া বিশ্বকাপে পুরো ফুটবল-জগতের নজর কেড়েছিলেন ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ আসরেই জানিয়ে দিয়েছিলেন এ-বছরের সেরা উদীয়মান ফুটবলার তিনিই হতে যাচ্ছেন। ২০১৮ সালের ব্যালন ডি’অর মঞ্চ থেকে সেই ঘোষণাই এলো। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

ব্যালন ডি’অর মঞ্চ প্রথমবারের মতো তরুণ ফুটবলারদের জন্য এক পুরস্কার চালু করেছে। আর প্রথমবারেই সেই পুরস্কার পেলেন এমবাপ্পে। রাশিয়া বিশ্বকাপে চার গোল করে দলকে ফাইনালের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফরাসি। তার স্বীকৃতিই যেন পেলেন এই ফুটবলার।

‘কোপা ট্রফি’ নামে এই পুরস্কারটি শুরু করেছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ।

এবারের বিশ্বকাপে সেরা আবিষ্কার এমবাপ্পে। তাঁর অবিশ্বাস্য গতি আর দক্ষতা মুগ্ধ করেছে সবাইকে। শেষ ষোলোয় আর্জেন্টিনাকে ৪-৩ গোলে বিধ্বস্ত করে ফ্রান্স। সেই ম্যাচে তাঁর জোড়া গোল ও ক্ষিপ্রগতির দৌড় অনেকদিন মনে রাখবেন দর্শকরা।

চার গোল করা ১৯ বছরের এই বিস্ময় ফিরিয়ে এনেছেন পেলের স্মৃতি। ১৯৫৮ বিশ্বকাপে পেলের পরে প্রথম তরুণ হিসেবে এবার ন্যূনতম তিনটি গোল করার কীর্তি গড়েছেন তিনি। পাশাপাশি ব্রাজিল-কিংবদন্তির পরে ফাইনালে গোল করার রেকর্ডও গড়েছেন তিনি।

Loading...