loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

গুগল ডুডলে তারেক মাসুদ


গুগল ডুডলে তারেক মাসুদ

আগামী বৃহস্পতিবার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬২তম জন্মদিন। প্রয়াত এই নির্মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে গুগল প্রদর্শন করতে যাচ্ছে তারেক মাসুদের ছবি সম্বলিত সার্চ ইঞ্জিল ডুডল।শুধু বাংলাদেশের গুগল ইউজারদের জন্য এর আগে বাংলাদেশের পাঁচ কৃতী সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুগল তৈরি করেছিল ডুডল। তবে এবারই প্রথম গুগল বিশ্বব্যাপী দেখাবে বাংলাদেশি নির্মাতা তারেক মাসুদকে।  আগামী ৬ ডিসেম্বর অকাল প্রয়াত এই চলচ্চিত্রকারের ৬২তম জন্মদিনে এটি প্রদর্শন করবে গুগল । বিষয়টি নিশ্চিত করেছেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ ২০১১ সালে ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই নির্মাতা। 

এদিকে, চলতি মাসেই প্রকাশ হতে যাচ্ছে তারেক মাসুদের নির্বাচিত বক্তৃতা ও বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারের সংকলন- ‘চলচ্চিত্রকথা : বক্তৃতা ও সাক্ষাৎকার’। বই আকারে এটি প্রকাশ হবে কথাপ্রকাশ ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে।

Loading...