loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

নিজেদের মাঠে মস্কোর কাছে বিধ্বস্ত হলো রিয়াল


নিজেদের মাঠে মস্কোর কাছে বিধ্বস্ত হলো রিয়াল

রিয়াল মাদ্রিদের এতই খারাপ দিন এসেছে যে, সিএসকেএ মস্কোর মতো পুঁচকে দলের কাছেও ঘরের মাঠে ধরাশায়ী হতে হয়। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্টাডিও সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে হেরে গেছে টানা তিনবারের শিরোপাজয়ীরা। প্রথম লেগে এই মস্কোর বিপক্ষে তাদের মাটিতেই ১-০ গোলে হেরেছিল গ্যালাকটিকোরা।

নকআউট পর্বে আগেই খেলা নিশ্চিত হওয়ায় রিয়ালের বুধবারের (১২ ডিসেম্বর) প্রথম একাদশে ছিলেন না গ্যারেথ বেল, লুকা মড্রিচের মতো বড় কয়েকজন তারকা। ফলে ম্যাচে এর মূল্য দিতে হলো।

এদিন বল পজিশনে রিয়াল এগিয়ে থাকলেও অন টার্গেট শটে মস্কো ছিল বেশ কৌশলী। ৩৭ মিনিটে এগিয়ে যায় তাঁরা। ফিওদোর চালোভের শটে লিড পায় দলটি। প্রথম গোলের ধাক্কা সামলাতে না পারা রিয়াল ছয় মিনিট পরে আরও একটি গোল হজম করে। চালোভের শট থিবাউ কর্টোয়া ঝাপিয়ে পড়লেও নিয়ন্ত্রণ করতে পারেননি। ফিরতি শটে গোল করেন শেন্নিকভ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে মস্কো। ফলে ৭৩ মিনিটে সোলারির শিষ্যদের হার নিশ্চিত করেন আর্নর সিগার্দসন।

ইউরোপিয়ান ফুটবলে ঘরের মাঠে রিয়ালের এটাই সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। গত এক দশকের মধ্যে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রিয়ালকে দুই লেগেই হারাল মস্কো। ২০০৮-০৯ মৌসুমে মাদ্রিদের ক্লাবটিকে এই তিক্ত স্বাদ দিয়েছিল ইটালির ইউভেন্টাস।

রিয়ালের বিপক্ষে দুই লেগে অসাধারণ জয়ের পরও এই লিগ থেকে ছিটকে পড়েছে রাশিয়ার ক্লাবটি। আরেক ম্যাচে রোমাকে হারিয়ে অবনমন হয়ে ইউরোপা লিগে নেমে গেছে চেক রিপাবলিকের ক্লাব ভিক্টোরিয়া প্লজেন।

Loading...