loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • সুস্থ হয়ে উঠছেন এ টি এম শামসুজ্জামান

  • চালু হলো পঞ্চগড় এক্সপ্রেস, স্টেশনের নতুন নামকরণ

  • শেষ ম্যাচে হেরেও ইতিহাস গড়লো পিএসজি

  • ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে মেসির নতুন রেকর্ড

  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে

নাগরিক টিভিতে ‘ভিশন’ নিবেদিত নাটক সাপখেলা


নাগরিক টিভিতে ‘ভিশন’ নিবেদিত নাটক সাপখেলা

মহান বিজয় দিবস উপলক্ষে নাগরিক টেলিভিশন প্রচার করা হবে বিশেষ নাটক ‘সাপখেলা’। দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ‘ভিশন’ নিবেদিত এই নাটকটি প্রচার করা হবে রোববার (১৬ ডিসেম্বর) রাত নয়টায়।

‘সাপখেলা’ নাটকটিতে আদিত্য আবিদ নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, যিনি এই নাটকে একজন নাট্যনির্মাতা। নাট্যনির্মাতা আদিত্য এমন একজন রাজাকারের খোঁজ পেয়েছেন, যিনি কিছুদিন হলো একটি স্কুল কমিটির চেয়ারম্যান হয়েছেন এবং স্কুলে জাতীয় সংগীত গাওয়া বন্ধ করে দিয়েছেন।

আদিত্য অর্থাৎ জাহিদ হাসান ঘটনাস্থলে গিয়ে সেই রাজাকারের তথ্য উদঘাটন করেন এবং এটি নিয়ে একটি নাটক লেখেন। পরে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে নাটকটি প্রচার করতে সক্ষম হন।

নাটকটিতে জাহিদ হাসানের স্ত্রী ও সহকারি পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। এছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু, আহসানুল হক মিনু প্রমুখ।

‘সাপখেলা’ নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হুদা শাপলা এবং রচনা করেছেন মাসুম রেজা। নাটকটির পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বিজলী ক্যাবেলস।

Loading...