loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

মিক্সড ডাবল ম্যাচে সেরেনাকে হারালেন ফেদেরার


মিক্সড ডাবল ম্যাচে সেরেনাকে হারালেন ফেদেরার

টেনিস ইতিহাসের অন্যতম অবিস্মরণীয় মিক্সড ডাবল ম্যাচে যুক্তরাষ্ট্রের সেরেনা-ফ্রান্সেস তিয়াফোকে হারালেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার-বেলিন্দা বেনচিচ জুটি। রাউন্ড রবিন লিগের ম্যাচে সেরেনা-তিয়াফোর বিপক্ষে ৪-২ ও ৪-৩ (৫-৩) গেমে জয় পান ফেদেরার-বেলিন্দা। সেরেনা-ফেদেরার জন্যই ম্যাচটি টেনিস ইতিহাসে অবিস্মণীয় হয়ে থাকলো।

মঙ্গলবার (১ জানুয়ারি) হপম্যান কাপের মিক্সড ডাবল ম্যাচে মুখোমুখি হন সেরেনা-তিয়াফো ও ফেদেরার-বেনচিচ জুটি। সেরেনা-ফেদেরার মুখোমুখি হবেন, এটিই ভাবতেই গা শিউরে উঠে টেনিস প্রেমিদের। তাই এই ম্যাচটি দিকে চোখ ছিলো বিশ্বের সকল টেনিস ভক্তদের।

এমন ম্যাচে উত্তেজনার পারদ ছড়িয়েছেন সেরেনা ও ফেদেরার। নিজেদের সেরাটাই দিয়েছেন তাঁরা। তবে জয়ের স্বাদ নিয়েছেন ফেদেরার-বেলিন্দা জুটি। ম্যাচ সেরা সেরেনার প্রশংসাই করেছেন ফেদেরার, “আমি সত্যিই চাপে ছিলাম। সেরেনার খেলা আগে দেখেছি, তাই খুব সর্তক ছিলাম। ম্যাচে অনেক বেশি সিরিয়াস সে, কতটা দৃঢ়প্রতিজ্ঞ তা বুঝতে পেরেছি সেরেনাকে দেখে। তবে খুবই মজা হলো।”

ম্যাচ শেষে খুশি সেরেনাও। তিনি বলেন, “ফেদেরার বিপক্ষে একই কোর্টে খেলতে পারাটা ভাগ্যের ব্যাপার। এমনটাই কখনো হবে ভাবি নি। ম্যাচের ফল কি হয়েছে - তা নিয়ে ভাবছি না। আমরা ম্যাচটি উপভোগ করেছি।”

ম্যাচ শেষে সেরেনা ও ফেদেরার সেলফিও তুলেন। রাতে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট টুইটার থেকে সেলফিটি আপলোডও করেন ফেদেরার। তিনি বলেন, “দারুণ একটি রাত পার করলাম 

আমরা।” পরে ঐ সেলফির নিচে সেরেনা কমেন্টও করেন, “ক্যারিয়ারের এই সন্ধিক্ষণে এমন ম্যাচ খেলতে পেরে দারুণ লাগছে।”

- সূত্র: ক্রীড়া-বিষয়ক ওয়েবসাইট

Loading...