loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

টানা তৃতীয়বার সংসদ-নেতা হলেন শেখ হাসিনা


টানা তৃতীয়বার সংসদ-নেতা হলেন শেখ হাসিনা

টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদ-নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তিনি সংসদ-নেতা নির্বাচিত হন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

আওয়ামী লীগের সংসদ সদস্যবৃন্দ দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১১টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। শপথ গ্রহণ শেষে দুপুরে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সংসদ নেতা হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রস্তাবে সমর্থন করেন আওয়ামী লীগের পরিষদের সদস্য আমির হোসেন আমু।

এরপর সভায় উপস্থিত আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ-নেতা ও আওয়ামী লীগের সংসদীয় দলের সভাপতি হিসেবে নির্বাচন করেন।

Loading...