loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে টেকনিক্যাল সেমিনার


ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে টেকনিক্যাল সেমিনার

বাংলাদেশ ইনোভেশন ফোরাম আগামী ২৬ জানুয়ারি সফটওয়্যার টেকনলজি পার্ক, জনতা টাওয়ার, কনফারেন্স রুমে দিনব্যাপী আয়োজন করতে যাচ্ছে ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে “টেকনিক্যাল সেমিনার”।

সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬.০০ পর্যন্ত অনুষ্ঠেয় এই সেমিনারে দিনব্যাপী চারটি টেকনিক্যাল সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারগুলোর আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং ও মডার্ন এ আই, ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং টেকনিক। স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞ ব্যাক্তিবর্গ উক্ত সেমিনারগুলি পরিচালনা করবেন।

দিন দিন ব্যবসা, বিজ্ঞান, গবেষণা, সমাজ ব্যবস্থা, চিকিৎসা, রাজনীতি, মহাকাশবিজ্ঞান ও অনেক রকম ফিল্ডে ডাটা সায়েন্সের প্রয়োজন বেড়েই চলেছে। প্রয়োজন বাড়লেও অনেক বিশাল পরিমাণ ডেটা নিয়ে কাজ করে যথাযথ ফলাফল বা সিদ্ধান্ত আনার জন্য যে পরিমাণ অভিজ্ঞ লোক প্রয়োজন - তা বর্তমানে নেই। ডেটা (বিশেষ করে বিগ ডাটা) নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদেরকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন - ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েনটিস্ট, স্ট্যাটিসটিসিয়ান, ডেটা অ্যানালিস্ট। 

সেই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে বর্তমান সময়ে সব থেকে আলোচিত বিষয়। এক কথায় যন্ত্রকে মানুষের সমান বুদ্ধিমত্তা দেয়ার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেমিনারটিতে ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়াও ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং নিয়ে থাকছে আলাদা সেশন। এখানে অংশগ্রহনকারীরা উল্লেখ্য বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন।

এই আয়োজনে প্লাটিনাম স্পন্সর হিসাবে আছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং সহযোগিতায় রয়েছে ট্রাই ল্যাবস, ই-সফট ও ইনফো ব্লাড।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবেঃ http://bit.ly/Technical_Seminar

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...