loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

যে কারণে মাঠে নামতে পারেননি গেইল


যে কারণে মাঠে নামতে পারেননি গেইল

চিটাগাং ভাইকিংসের পর খুলনা টাইটানসের বিপক্ষেও রংপুর রাইডার্সের ড্রেসিংরুমেই বসে থাকতে হলো ক্রিস গেইলকে। বিপিএল চ্যাম্পিয়নরা দুই ম্যাচ খেললেও ক্যারিবিয়ান এই তারকাকে মাঠে দেখতে না পারা ছিল বিস্ময়ের। অথচ প্রথম ম্যাচের আগেই ঢাকায় পা রেখেছেন তিনি।

তাঁর না থাকার কারণ হলো, তিনি সঙ্গে করে নিয়ে আসেননি অনাপত্তিপত্র (এনওসি)।

রোববার (৬ জানুয়ারি) খুলনার বিপক্ষে ম্যাচ খেলতে দলের সঙ্গে মাঠে এসেছিলেন। কিন্তু মাঠে নামেননি গেইল। দলের আট রানের জয়ের পর জানা গেলো আসল কারণ। বিপিএলে খেলতে হলে প্রত্যেক বিদেশি খেলোয়াড়কেই নিজ দেশের বোর্ডের পক্ষ থেকে অনাপত্তিপত্র এনে সেটা টুর্নামেন্ট কর্তৃপক্ষকে দিতে হয়। কিন্তু তিনি অনাপত্তিপত্র ছাড়াই খেলতে এসেছেন।

তবে গেইল ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। আগামী মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা শতভাগ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করেছেন রংপুরের মিডিয়া ম্যানেজার আহসানুর রহমান। খবর  স্থানীয় সংবাদ মাধ্যমের।

Loading...