loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • আফ্রিকা কাপে তৃতীয় হলো নাইজেরিয়া

  • জাপানে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ড, কমপক্ষে ৩৮ জন দগ্ধ

  • আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ইপিআই কেন্দ্র চালু

  • এরশাদের আসনে ৯০ দিনের মধ্যে ভোট

  • হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি অনুষ্ঠিত

শপথ গ্রহণ শেষে বেসিস দপ্তরে মোস্তাফা জব্বার


শপথ গ্রহণ শেষে বেসিস দপ্তরে মোস্তাফা জব্বার

তথ্যপ্রযুক্তি ব্যক্তিত্ব মোস্তাফা জব্বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন। মোস্তাফা জব্বারের এই অর্জনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস - বেসিস পরিবার গর্ব প্রকাশ করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোমবার (৭ জানুয়ারি) শপথ গ্রহণ শেষে বেসিস দপ্তরে আসেন মন্ত্রী মহোদয়। এক অনাড়ম্বর আয়োজনে মাননীয় মন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান বেসিস কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বেসিস-এর সাবেক সভাপতিবৃন্দ মন্ত্রী মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি বেসিস স্থায়ী কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান এবং বেসিস সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, পরিচালক দিদারুল আলম ও পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম ডিউক।

মোস্তাফা জব্বার এ-সময় বলেন, তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছি আমরা। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বেসিস দীর্ঘদিন ধরেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। আশা করি উন্নয়নের এ-ধারা আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় আরও বেগবান হবে।

বেসিস-এর উদ্যোগে তথ্যপ্রযুক্তি খাতের সকল সংগঠনকে নিয়ে খুব শিগগিরই মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি’র সম্মানে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সংগঠনটি জানিয়েছে।

Loading...