loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে নিতে প্রত্যয়ী বাণিজ্যমন্ত্রী


রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে নিতে প্রত্যয়ী বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান তৈরি ও বিনিয়োগ উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। বাংলাদেশের রপ্তানি আয় ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সর্বোচ্চ জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়ানো, উৎপাদন বহুমুখীকরণ, নতুন কর্মসংস্থান তৈরি ও অঞ্চলভিত্তিক উন্নয়ন গুরুত্ব পাবে বলেও তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৯ চত্বরে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এবারের বাণিজ্য মেলার বিভিন্ন তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়। এতে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র ভাইস-চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা এখন ৫০ বিলিয়ন ডলার। এক্ষেত্রে তৈরি পোশাক-ই প্রধান। এর প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। ওষুধ শিল্পও ভালো করেছে। তাঁদের লক্ষ্য পূরণেই কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমেলার বিষয়ে মন্ত্রী বলেন, এটা শুধুমাত্র বাণিজ্য নয়, আনন্দ-বিনোদনেরও ব্যাপার। দূর-দূরান্ত থেকে মেলায় আসেন মানুষ। এজন্য মেলায় যেসব বৈচিত্র্য আছে তা তুলে ধরার প্রয়োজন রয়েছে।

মজুরি বৃদ্ধির দাবিতে তৈরী-পোশাক কর্মীদের চলমান আন্দোলনের বিষয়ে তিনি বলেন, এ-মাসে নতুন বেতন যুক্ত হতে যাচ্ছে। নতুন কোনো কিছু শুরু করতে গেলে কিছু আপত্তি আসে। তাঁরা পোশাক মালিকদের সঙ্গে কথা বলেছেন। একটি সমাধানে আসার বিষয়ে তিনি আশাবাদী।

উল্লেখ্য, সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি এবং এর বাস্তবায়ন দাবিতে পোশাক-শ্রমিকরা গত পাঁচ দিন ধরে আন্দোলন করছে।

Loading...