loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

প্রধানমন্ত্রীর বিশেষ দূত পদ থেকে এরশাদের নিয়োগ অবসান


প্রধানমন্ত্রীর বিশেষ দূত পদ থেকে এরশাদের নিয়োগ অবসান

৩০ ডিসেম্বরের নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ার মধ্য দিয়ে মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নিয়োগের অবসান হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) স্বাক্ষর করা আদেশটি প্রকাশিত হয় শুক্রবার। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ৭ জানুয়ারি তাঁর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের নিয়োগের অবসান করেছেন।

২০১৪ সালের নির্বাচনে পর মহাজোটের সরকার গঠনের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব দেওয়া হয়েছিল। জাতীয় পার্টি বিগত সরকারে বিরোধীদল হিসেবে সংসদে ছিল। যদিও তাদের তিনজন সদস্য ছিলেন মন্ত্রিসভার সদস্য।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭ আসন পেয়ে জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় পার্টি ২২টি আসনে জয় পায়।

এবারের জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে এরশাদের জাতীয় পার্টি আবার বিরোধীদলের ভূমিকা পালন করবে। এরশাদ সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন। তবে এবার জাতীয় পার্টি থেকে মন্ত্রিসভায় কেউ নেই।

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬ সদস্যের মন্ত্রিসভায় জোটের শরিক কোনো দল থেকেই মন্ত্রী নিয়োগ দেননি।

Loading...