loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

মূল্যছাড়েই আকর্ষণ স্মার্টফোন ও ট্যাব মেলার


মূল্যছাড়েই আকর্ষণ স্মার্টফোন ও ট্যাব মেলার

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা। বিশেষ মূল্যছাড় ও উপহারের ছড়াছড়িতে জমে উঠেছে এই মেলা। আজ মেলার শেষ দিন। 

শুক্রবার ছুটিরদিন থাকায় সকাল থেকেই ভীড় ছিল মেলায়। শেষ বিকেলে ভীড় আরও বেড়েছে। প্রায় সব প্যাভিলিয়ন ও স্টলেই ছাড় ও উপহারের ঘোষণা চলছে। দর্শনার্থীরা পছন্দের ডিভাইসটি কিনতে হাজির হচ্ছেন মেলায়। বড়দের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কয়েকটি স্টল ঘুরে জানা গেছে, তাদের বিক্রিও হচ্ছে বেশ।

কয়েকজন দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরতে এসে একসঙ্গে এই মেলাতেও ঘুরে যাচ্ছেন তাঁরা। একসঙ্গে দু’টি মেলা পাওয়ায় বেশ উৎফুল্ল থাকতে দেখা গেছে অনেককে।

এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে। অংশ নিচ্ছে হুয়াওয়ে, স্যামসাং, উই, টেকনো, ভিভো, গোল্ডেনফিল্ড, মোটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস, বিজয় এবং ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করছে।

পাওয়া যাচ্ছে মোবাইলের আনুষঙ্গিক যন্ত্রপাতিও। মেলা উপলক্ষে কয়েকটি স্মার্টফোন মডেল উন্মোচনও করা হয়েছে।

জানা গেছে, হুয়াওয়ে মেলায় ব্র্যান্ডটির বিভিন্ন স্মার্টফোনে উপহারসহ ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ও অ্যাক্সেসরিজে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। স্যামসাংয়ের ফোন কিনে মিলছে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। টেকনোর ফোনে মিলছে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়। মেলায় ভিভোর ফোন কিনে মিলছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। 

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ‘উই’ এবারও মেলায় বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। মোটোরোলার ফোন কিনে পাওয়া যাচ্ছে ফ্রি স্পিকার। ইনফিনিক্স ফোনে মিলছে ১০ শতাংশ মূল্যছাড়।

স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে বাংলাদেশে এক্সপো মেকারের আয়োজনে এটি একাদশ প্রদর্শনী। মেলা উপলক্ষ্যে আয়োজকদের ফেসবুক পেইজ (https://www.facebook.comSTExpo)-এ চলছে কুইজ প্রতিযোগিতা। এতে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। প্রবেশ মূল্য ২০ টাকা। তবে প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

Loading...