loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বিপিএল: রংপুরকে হারিয়ে সিলেটের দ্বিতীয় জয়


বিপিএল: রংপুরকে হারিয়ে সিলেটের দ্বিতীয় জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ১৬ জানুয়ারি

সংক্ষিপ্ত স্কোর

সিলেট সিক্সার্স: ১৮৭/৫, ২০ ওভার (লিটন ৭০, ওয়ার্নার ৬১, শফিউল ইসলাম ৩/৩১)
রংপুর রাইডার্স: ১৬০/৬, ২০ ওভার (রুশো ৫৮, মিথুন ৩৫, তাসকিন ২/৩৪)
ফলাফল: সিলেট সিক্সার্স ২৭ রানে জয়ী
ম্যাচ সেরা: লিটন দাস (সিলেট সিক্সার্স)

বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ২৭ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে দ্বিতীয় জয় পেয়েছে সিলেট সিক্সার্স। ছয় ম্যাচে দুইটি জয় চারটি হারে চার পয়েন্ট নিয়ে রংপুর এখন টেবিলের পঞ্চম স্থানে। পাঁচ ম্যাচে দুইটি জয় তিনটি হারে চার পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১৬ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে শুরুটা বেশ ভালোই করেন সিলেটের দু’জন ওপেনার লিটন দাস ও সাব্বির রহমান। ৮.৩ ওভারে দলীয় ৭৩ রানে প্রথম উইকেট হারায় সিলেট। একটি করে চার-ছক্কায় ২০ বলে ২০ রান করে বেনি হাওয়েলের শিকার হন সাব্বির।

এরপর লিটন-ওয়ার্নার জুটিতে ৫৬ রান আসে। ৪৩ বল মোকাবেলায় নয়টি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৭০ রান করে লিটন রান আউটের শিকার হলে দলীয় ১২৯ রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট। নিকোলাস পুরান ১৬ বলে ২৬ রান করেন।

তিনটি চার একটি ছক্কা হাকানো পুরানকে সরাসরি বোল্ড আউট করেন শফিউল ইসলাম। পরের বলেই আরিফ হোসেনকে সাজ ঘরে পাঠান শফিউল। ছয়টি চার ও দুইটি ছক্কায় ৩৬ বলে ৬১ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। রংপুরের শফিউল ইসলাম ৩১ রানে তিনটি উইকেট নেন।

১৮৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে রংপুর। ১১ রানের মধ্যে উপরের সারির তিনটি উইকেট হারায় দলটি। ক্রিস গেইল সাত, মেহেদি মারুফ তিন ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলস শূন্য রানে আউট হন।

শুরুতে দলের বড় ধাক্কা ভালোভাবেই সামলে নেন দক্ষিণ আফ্রিকার রিলি রুশো ও উইকেটরক্ষক মোহাম্মদ মিথুন। সিলেটের বোলারদের দক্ষতার সাথেই মোকাবেলা করেন তাঁরা। রানের চাকাটাও ভালোভাবে সচল রাখেন এই দু’জন। ১১.৩ ওভারে শতরানের কোটা স্পর্শ করে রংপুর।

অবশ্য ঐ স্কোরেই এই জুটিকে বিদায় করেন সিলেটের পেসার তাসকিন আহমেদ। রুশো তিনটি চার ও চারটি ছক্কায় ৩২ বলে ৫৮ রান করেন এবং মিথুন পাঁচটি চারে ২৯ বলে ৩৫ রান করেন। রুশো ও মিথুন যখন ফেরেন তখন ৩৬ বলে ৭১ রান দরকার ছিলো রংপুরের।

কিন্তু পরের দিকে রংপুরের কোনো ব্যাটসম্যানই দলের প্রয়োজন মেটাতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ছয় উইকেটে ১৬০ রান পর্যন্ত যেতে সক্ষম হয় রংপুর। 

মাশরাফি চারটি চারে ২৭ বলে অপরাজিত ৩৩ রান করেন। সিলেটের পক্ষে দুইটি করে উইকেট নেন মেহেদি হাসান রানা ও তাসকিন আহমেদ।

Loading...