loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ইউভেন্টাসে রোনাল্ডোর প্রথম শিরোপা জয়


ইউভেন্টাসে রোনাল্ডোর প্রথম শিরোপা জয়

গত মৌসুমে দীর্ঘদিনের ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইটালির ইউভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রথম পাঁচ ম্যাচে তাঁর কাছ থেকে গোলও আসেনি। সমালোচনাও তাই কম শুনতে হয়নি সিআর সেভেনকে। কিন্তু সব কিছুকে পেছনে ফেলে সেই রোনাল্ডো তুলে ধরলেন জুভেন্টাসের হয়ে নিজের প্রথম শিরোপা। আর এই জয়ও এসেছে তাঁর দেয়া একমাত্র গোলেই।

বুধবার (১৬ জানুয়ারি) ইটালিয়ান সুপার কোপার ফাইনালে এসি মিলানকে ১-০ ব্যবধানে হারায় ইউভেন্টাস। সৌদি আরবে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে জমজমাট ও রোমাঞ্চকর ম্যাচ হিসেবে ইতোমধ্যে আলোচনায় চলে এসেছে।

এদিন প্রথমে দু’দলই গা ছাড়া ভাব দেখালেও ম্যাচের মাঝামাঝি অবস্থা থেকেই কেউ কাউকে একটুও ছাড় না দিয়ে খেলেছে।

ম্যাচের শুরুতে একাধিকবার গোলের সুযোগ হারান ডগলাস কস্তা। ৩৫ মিনিটে মাতৌদি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল ঘোষণা করা হয়। ৪৩ মিনিটে ম্যাচের প্রথম গোলের সুযোগ পান রোনাল্ডো। কিন্তু সেটিও গোলবারের উপর দিয়ে চলে যায়। ফলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে দু’দলই গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। ৪৯ মিনিটে আরও একবার গোলের সুযোগ হারায় ইউভেন্টাস। অবশেষে ৬২ মিনিটে মিলানের রক্ষণভাগ ভাঙতে সক্ষম হন রোনাল্ডো। মাঝমাঠ থেকে পিয়ানিচের বাড়ানো ক্রসে হেড থেকে দারুণ গোল করে দলকে এগিয়ে দেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

এই গোলের পর ম্যাচে ফেরার সুযোগ না পেয়েই ৭৪ মিনিটে এসি মিলানের কেসি লাল কার্ড দেখেন। ১০ জনের দল নিয়েও বাকি সময়টুকু দারুণ লড়াই করে মিলান। কিন্তু সামলে উঠতে পারেনি।

রোনাল্ডোর গোলে রেকর্ড অষ্টমবারের মতো ইটালিয়ান সুপার কোপা শিরোপা উঠলো ইউভেন্টাসের ঘরে। রোনাল্ডোরও হলো ভিন্ন এক রেকর্ড। এই ট্রফি জয়ের সুবাদে চারটি ভিন্ন লিগে খেলে চারটি লিগেরই সুপার কোপা শিরোপা তুলে ধরার গৌরব অর্জন করলেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

Loading...