loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ডিএনসিসি’র উপ-নির্বাচন মার্চে হতে পারে


ডিএনসিসি’র উপ-নির্বাচন মার্চে হতে পারে

আগামী মার্চে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনের মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনিসিসি) উপ-নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই ইঙ্গিত দেন নূরুল হুদা। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এদিনই ডিএনসিসি’র স্থগিত নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা ‍তুলে দেন বাংলাদেশের উচ্চ আদালত।

ঢাকা উত্তর সিটি নির্বাচন কবে হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে বসতে হবে। আমরা তাড়াতাড়ি এই নির্বাচন করে ফেলবো।

নুরুল হুদা বলেন, মার্চে শুরু হওয়া উপজেলা পরিষদের মাঝেই এই নির্বাচন করা হবে। তবে এ-বিষয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নিতে হবে। এখানে পুনঃতফসিল করা হবে।

ডিএনসিসি’র মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর নির্বাচনে উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল। স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় এই নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।

Loading...