loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

লা লিগায় পয়েন্ট টেবিলে রিয়ালের উন্নতি


লা লিগায় পয়েন্ট টেবিলে রিয়ালের উন্নতি

সেভিয়ার বিপক্ষে ২-০ গোলের কষ্টার্জিত জয়ের পর লা লিগার লিগের পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে রিয়াল মাদ্রিদের। সেভিয়াকে পেছনে ঠেলেই তালিকার তিনে উঠে এসেছে সান্টিয়াগো সোলারির শিষ্যরা।

শনিবার (১৯ জানুয়ারি) ম্যাচের শেষদিকে কাসিমিরো ও লুকা মড্রিচের গোলে জয় পায় রিয়াল। এই ম্যাচ জিতে প্রতিশোধও নিল রিয়াল, কেননা লিগে প্রথম পর্বের দেখায় সেভিয়ার মাঠে ৩-০ ব্যবধানে হেরেছিল লস ব্ল্যাঙ্কোসরা।

ঘরের মাঠ বার্নাবুতে এদিন পুরো ম্যাচেই এগিয়ে ছিল রিয়াল। তবে প্রথম থেকেই বেশ কয়েকটি গোল বঞ্চিত হয় দলটি। প্রতিপক্ষের রক্ষণের সামনে পেরে উঠতে না পারায় প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিক দল। অবশ্য গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৭৮ মিনিট পর্যন্ত। দূর থেকে জোড়ালো শটে লিড নেন ব্রাজিলিয়ান তারকা কাসিমিরো। এরপর যোগ হওয়া সময়ে জয় নিশ্চিত করেন মড্রিচ।

স্পেনের ফুটবল লিগে ২০ ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। চার নম্বরে নেমে যাওয়া সেভিয়ার পয়েন্ট ৩৩। অন্য ম্যাচে জয় পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৯ ম্যাচে ৪৩।

Loading...