loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

নোয়াখালীতে প্রিমিয়ার ফুটবল লিগ বৃহস্পতিবার থেকে


নোয়াখালীতে প্রিমিয়ার ফুটবল লিগ বৃহস্পতিবার থেকে

আগামী ২৪ জানুয়ারি থেকে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম রাউন্ডের খেলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, নোয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সহযোগিতায় প্রিমিয়ার ফুটবল লিগের ১৩টি দলের প্রথম রাউন্ডের ২৬টি খেলা শহীদ ভুলু স্টেডিয়ামে হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

রোববার (২০ জানুয়ারি) প্রতিযোগিতা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সম্মেলনে আয়োজকেরা জানান, নোয়াখালীসহ দেশের ছয়টি স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা হবে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

নোয়াখালীতে প্রথম রাউন্ডের লিগ পর্বের খেলায় অংশ নেবে ১৩টি দল। প্রতিদিন বিকেল ৩টায় খেলা শুরু হবে। প্রবেশ মূল্য - সাধারণ আসন ২০ টাকা এবং ভিআইপি আসন ৫০ টাকা। 

শহীদ ভুলু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নোফেল স্পোর্টিং ক্লাবের (নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর স্পোর্টিং ক্লাব) সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাহীন, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সামসুল হাসান মীরন প্রমুখ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

গত ১৮ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ শুরু হয়েছে।

Loading...