loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বিপিএল: শেখ রাসেল ও মোহামেডানের জয়


বিপিএল: শেখ রাসেল ও মোহামেডানের জয়

এ-বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ঢাকা ছাড়িয়ে পৌঁছেছে দেশের বিভিন্ন জেলায়। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রোববার (২০ জানুয়ারি) মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়াচক্র ও আরামবাগ ক্রীড়া সংঘ। খেলায় ১-০ গোলে জিতেছে শেখ রাসেল।

এদিন খেলা শুরুর তিন মিনিটের মাথায়ই গোল করে এগিয়ে যায় শেখ রাসেল। উজবেক ফরোয়ার্ড আজিজভ আলিশা গোল করে এগিয়ে দেন দলকে। ৩৪ মিনিটে শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল পুনরায় গোলের সুযোগ পেলেও তা ব্যর্থ হয়। ৩৭ মিনিটে আরামবাগের ফরোয়ার্ড ক্যামেরুনের পল এমিলিও গোলের সুযোগ হারান।

শেষ মুহূর্তে দুটি জোরালো আক্রমণ করে গোল করতে ব্যর্থ হয়েছেন আরামবাগের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়াচক্র।

রোববার দিনের আরেক ম্যাচে ২-১ গোলের নাটকীয় এক জয়ে প্রিমিয়ার লিগে শুভ সূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলের হয়ে দুটি গোলই করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি।

হেরে গেলেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলেছে বিজেএমসি। ১৫ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় দলটি। তাঁদের নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর জোরালো শট ঠেকিয়ে দেন মোহামেডানের গোলকিপার খন্দকার সাদ ইশতিয়াক।

কিংসলে আগে একবার ভুল শট নিয়ে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে দিলেও ৩৪ মিনিটে আর ভুল করেননি। ল্যান্ডিংয়ের ক্রস থেকে ডাইভিং হেড এগিয়ে দিয়েছে মোহামেডানকে।

বিরতির ঠিক আগ মুহূর্তেই খেলায় সমতা আনে বিজেএমসি। যোগ হওয়া সময়ে উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক ফ্রি-কিক থেকে গোল করেন (১-১)।

৮০ মিনিটে দ্বিতীয় হলুড কার্ড দেখে ডিফেন্ডার বেইবেক ফমবাগনে মাঠ ছাড়ার পর ১০ জনের দলে পরিণত হয় বিজেএমসি। তবুও শক্তি কমেনি দলটির। প্রায় সমান তালেই লড়ে গেছে মোহামেডানের বিপক্ষে। 

অবশেষে যোগ হওয়া সময়ে মোহামেডানে স্বস্তি ফেরান কিংসলে। মিডফিল্ডার কায়সার আলী রাব্বির ক্রস থেকে দারুণ হেডে দলকে জয় মূল্যবান তিন পয়েন্ট এনে দেন এই ফরোয়ার্ড।

Loading...