loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সেরেনার বিদায়


অস্ট্রেলিয়ান ওপেন থেকে সেরেনার বিদায়

অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। সর্বশেষ ২০১৭ সালে এই গ্র্যান্ড স্ল্যামটি জিতেছিলেন তিনি। তবে এবারের নারী এককের কোয়ার্টার ফাইনালে ক্যারোলিনা প্লিস্কোভার কাছে হেরে বিদায় নিতে হলো তাঁকে। চেক প্রজাতন্ত্রের প্লিস্কোভার কাছে ২-১ সেটে পরাজিত হয়েছেন এই মার্কিন তারকা। 

মেলবোর্নের রড লেভার অ্যারনা টেনিস কোর্টে ৬-৪ গেমে প্রথম সেট জিতে নেন র্যাংকিংয়ের সাত নম্বরে থাকা প্লিস্কোভা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন সেরেনা; ৬-৪ ব্যবধানে প্লিসকোভাকে হারিয়ে ১-১ সেটে সমতায় ফেরেন তিনি। তৃতীয় সেটে দারুণ লড়াই হয় তাঁদের। শেষ পর্যন্ত ৭-৫ গেমে সেরেনা হারিয়ে সেমিফাইনালে উঠলেন প্লিসকোভা। 

২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেনের পর দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে জায়গা করে নিলেন এই চেক সুন্দরী।

আরেক কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের এলিনা সোভিতলিনাকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা। ৬-৪, ৬-১ গেমে ম্যাচ জেতেন ওসাকা। ২৪ জানুয়ারি প্লিসকোভার মুখোমুখি হবেন ওসাকা।

Loading...