loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে জিতলো ভারত


নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে জিতলো ভারত

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের রেশ না কাটতেই নিউজিল্যান্ড সফর শুরু। সেখানে নতুন লড়াইয়ে নামতে হয় ভারতীয় দলকে। ভিন্ন আবহাওয়া ও উইকেটে খেলতে নেমেও শুরুটা অবশ্য জয় দিয়েই হলো। সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে কিউইদের ৮ উইকেটে হারিয়েছেন বিরাট কোহলিরা।

বুধবার (২৩ জানুয়ারি) নেপিয়ারের ম্যাকলিন পার্কে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড দল। কেইন উইলিয়ামসন ছাড়া কোনো ব্যাটসম্যানই প্রতিরোধ গড়তে পারেননি। ফলে ৩৮ ওভারে ১৫৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। কিউই অধিনায়ক সর্বোচ্চ ৬৪ রান করেন।

ভারতের কুলদিপ যাদব চারটি ও মোহাম্মদ শামি তিনটি করে উইকেটে নেন। এদিন ভারতের হয়ে ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন শামি। ম্যাচ-সেরাও হয়েছেন এই ডানহাতি পেসার।

১৫৮ রানে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত ১ উইকেটে ৪৪ রান তোলার পর বৈরী আবহাওয়ার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। এরপর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪৯ ওভারে ১৫৬ রানের নতুন লক্ষ্য দাঁড়ায় ভারতের সামনে। ওপেনার শিখর ধাওয়ানের ব্যাটে ভর করে ৩৪.৫ ওভারেই জয় তুলে নেয় ভারত। 

ধাওয়ান ৭৫ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক কোহলি।

আগামী ২৬ জানুয়ারি মাউন্ট মুঙ্গানুইয়ে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

Loading...