loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

বিপিএল: রাজশাহীকে হারিয়ে শীর্ষে চিটাগং


বিপিএল: রাজশাহীকে হারিয়ে শীর্ষে চিটাগং

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ২৩ জানুয়ারি

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী কিংস: ১৫৭/৫, ২০ ওভার (ইভান্স ৭৪, জঙ্কার ৩৬*, খালেদ ২/৩০)
চিটাগং ভাইকিংস: ১৫৯/৪, ১৯.৪ ওভার (মুশফিক ৬৪*, মোসাদ্দেক ৪৩*); আরাফাত সানি ৩/২২
ফলাফল: চিটাগং ভাইকিংস ৬ উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: মুশফিকুর রহিম (চিটাগং ভাইকিংস)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ২৭তম ম্যাচে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছে চিটাগং ভাইকিংস। এই নিয়ে সাত খেলায় ছয়টি জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো চিটাগং। আট খেলায় চারটি জয়-হারে আট পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় চিটাগং ভাইকিংস। ব্যাট হাতে রাজশাহীর পক্ষে শুরুটা ভালো করতে পারেননি ওপেনার সৌম্য সরকার ও মার্শাল আইয়ুব। তবে বড় ইনিংস খেলেছেন আরেক ওপেনার ইংল্যান্ডের লরি ইভান্স। আটটি চার ও দুইটি ছক্কায় ৫৬ বলে ৭৪ রান করেন তিনি।

এছাড়া পরের দিকে দক্ষিণ আফ্রিকার ক্রিস্টিয়ান জঙ্কার ২০ বলে ৩৬ ও নেদারল্যান্ডসের রায়ান টেন ডসেট ২০ বলে ২৮ রান করেন। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রানের সংগ্রহ পায় রাজশাহী। চিটাগং-এর খালেদ আহমেদ ৩০ রানে দুই উইকেট নেন।

জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে ২৯ রানের মধ্যে দুই উইকেট হারায় চিটাগংও। তবে আরেক ওপেনার আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদকে নিয়ে শুরুর ধাক্কা সামলে উঠেন অধিনায়ক মুশফিকুর রহিম। শাহজাদ ২৫ রানে থামলেও ব্যাট হাতে অবিচল ছিলেন মুশি।

মাঝে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান কিছুক্ষণ সঙ্গ দিলেও, ছয় নম্বরে নামা মোসাদ্দেক হোসেনকে নিয়ে দলকে দারুন এক জয় এনে দেন মুশফিক। ছয়টি চার ও দুইটি ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করেন মুশফিক। চারটি চার ও দুইটি ছক্কায় ২৬ বলে ৪৩ রান করেন মোসাদ্দেক। 

রাজশাহীর আরাফাত সানি তিন উইকেট নিলেও তা দলের জয় এনে দিতে পারেনি।

Loading...