loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওসাকা


অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওসাকা

অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের ফাইনালে উঠেছেন ইউএস ওপেন টেনিসের বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। সেমিফাইনালে সাত নম্বর বাছাই চেক রিপাবলিকের ক্যারোলিনা প্লিসকোভাকে ২-১ সেটে হারিয়েছেন এই জাপানি তারকা।

মেলবোর্নের রড লেভার অ্যারিনা টেনিস কোর্টে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ম্যাচের প্রথম সেটে আধিপত্য দেখান ওসাকা। ৬-২ গেমে প্লিসকোভাকে হারিয়ে এগিয়ে যান তিনি। দ্বিতীয় সেটে অবশ্য আধিপত্য ধরে রাখতে পারেননি ওসাকা। ৬-৪ গেমে সেট জিতে নিয়ে ১-১ সেটে সমতা আনেন প্লিসকোভা। তৃতীয় সেটে তুমল লড়াই হয়। তবে এবার আর প্লিসকোভাকে সুযোগ দেননি চতুর্থ বাছাই ওসাকা। ৬-৪ গেমে তৃতীয় সেট জিতে টানা দ্বিতীয় গ্রান্ড স্ল্যামের ফাইনালে উঠেন তিনি। 

আরেক সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল রোস কলিন্সকে সরাসরি ৭-৬, ৬-০ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন চেক রিপাবলিকের পেট্রা কেভিতোভা। 

আগামী রোববার (২৭ জানুয়ারি) নারী এককের ফাইনালে মুখোমুখি হবেন ওসাকা ও কেভিতোভা।

Loading...