loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

কুয়েটে ১ম বর্ষের শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠান


কুয়েটে ১ম বর্ষের শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠান

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ১ম বর্ষের শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এই অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অনুষদের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী হামিদুল বারী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম।

জনসংযােগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ইনস্টিটিউট পরিচালক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, একাডেমিক কাউন্সিলের সদস্য, দপ্তর প্রধান, উচ্চপদস্থ কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিষেক অনুষ্ঠান শেষে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে কুয়েট ভলেন্টরি ব্লাড ডোনেশান সোসাইটি ‘ড্রিমস’-এর উদ্যোগে ব্লাড গ্রুপিং কার্যক্রম, বিএনসিসি কার্যক্রম এবং ‘নো ড্রাগস, নো র‌্যাগিং, নো স্মোকিং, নো ওয়েস্ট লিটারিং’ বিষয়ে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এদিন বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ স্ব স্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় অভিষেকের আয়োজন করে। 

Loading...