loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

গাইবান্ধা-৩ আসনে ভোট রোববার


গাইবান্ধা-৩ আসনে ভোট রোববার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের ভোট হবে রোববার (২৭ জানুয়ারি)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদের ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এই আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেদিন ভোটগ্রহণ স্থগিত করেছিল বাংলাদেশ নির্বাচন কমিশন।

ভোট উপলক্ষে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ সংশ্লিষ্টদের নিয়োজিত করা হয়েছে। মাঠে তৎপর থাকবেন ২ হাজার ৫শ’ পুলিশ, ২০ প্লাটুন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য, ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ১ হাজার ৫৮৪ জন আনসার-ভিডিপি সদস্য। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

গাইবান্ধা-৩ আসনের প্রতিদ্বন্দ্বী পাঁচজন প্রার্থী হলেন - বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল), জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।

Loading...