loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

অস্ট্রেলিয়ান ওপেন জিতে র‌্যাংকিংয়ের শীর্ষে নাওমি


অস্ট্রেলিয়ান ওপেন জিতে র‌্যাংকিংয়ের শীর্ষে নাওমি

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে নারী এককের শিরোপা জিতেছেন নাওমি ওসাকা। শনিবার (২৬ জানুয়ারি) মেলবাের্ন পার্কে অনুষ্ঠিত ফাইনালে চতুর্থ বাছাই ওসাকা ৭-৬ (৭-২), ৫-৭, ৬-৪ গেমে অষ্টম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয় করেন।

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে রোমানিয়ার সিমোনা হালেপকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করলেন তিনি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

প্রায় দুই ঘন্টা ২৭ মিনিট স্থায়ী ম্যাচে জয়ী হয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাওমি পরপর দুইটি গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করলেন। এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান এখন তাঁর দখলে। এর আগে এশিয়ার কোনো খেলোয়াড়ই (পুরুষ/নারী) বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে যেতে পারেননি।

যেভাবে শিরোপা জয় করলেন নাওমি:

চতুর্থ বাছাই হিসেবে টুর্নামেন্টে খেলতে নামেন তিনি।

১ম রাউন্ড: পোল্যান্ডের মাগদা লিনেটকে ৬-৪, ৬-২ গেমে পরাজিত করেন।

২য় রাউন্ড: স্লোভাকিয়ার তামারা জিদানেককে ৬-২, ৬-৪ গেমে পরাজিত করেন।

৩য় রাউন্ড: ২৮তম বাছাই তাইপের হিয়েহ সু-উয়েইকে ৫-৭,, ৬-৪, ৬-১ গেমে পরাজিত করেন।

৪র্থ রাউন্ড: ত্রয়োদশ বাছাই লাটভিয়ার অ্যানাস্টাসিয়া সেভাসতোভাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেন।

কোয়ার্টার ফাইনাল: ষষ্ঠ বাছাই ইউক্রেনের এলিনা সিতোলিনাকে ৬-৪, ৬-১ গেমে পরাজিত করেন।

সেমিফাইনাল: সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে ৬-২, ৪-৬, ৬-৪ গেমে পরাজিত করেন।

ফাইনাল: অষ্টম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোকে ৭-৬(৭/২), ৫-৭, ৬-৪ গেমে পরাজিত করেন।

রোল অফ অনার:

২০১৯ নাওমি ওসাকা (জাপান)

২০১৮ ক্যারোলিন ওজনিয়াকি (ডেনমার্ক)

২০১৭ সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র)

২০১৬ অ্যাঞ্জেলিক কারবার

২০১৫ সেরেনা উইলিয়ামস(যুক্তরাষ্ট্র)

২০১৪  লি-না (চীন)

২০১৩  ভিক্টোরিয়া আজারেঙ্কা (বেলারুশ)

২০১২ ভিক্টোরিয়া আজারেঙ্কা (বেলারুশ)

২০১১ কিম ক্লিস্টার্স (বেলজিয়াম)

২০১০ সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র)

২০১৯ সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র)

২০০৮ মারিয়া শারাপোভা (রাশিয়া)

২০০৭ সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র)

২০০৬ এ্যামেলি মরেসমো (ফ্রান্স)

২০০৫ সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র)

২০০৪  জাস্টিন হেনিন (বেলজিয়াম)

২০০৩ সেরেনা উইলয়ামস (যুক্তরাষ্ট্র)

২০০২ জেনিফার ক্যাপ্রিয়াতি (যুক্তরাষ্ট্র)

২০০১ জেনিফার ক্যাপ্রিয়াতি (যুক্তরাষ্ট্র)

২০০০ লিন্ডসে ডেভেনপোর্ট (যুক্তরাষ্ট্র)

Loading...