loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

রাজশাহীর কাছে সাত রানে হেরে গেলো চিটাগং


রাজশাহীর কাছে সাত রানে হেরে গেলো চিটাগং

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ২৬ জানুয়ারি, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী কিংস: ১৯৮/৫, ২০ ওভার (চার্লস্ ৫৫, ইঙ্কার ৩৭; খালেদ ২/৩২)
চিটাগং ভাইকিংস: ১৯১/৮, ২০ ওভার (ইয়াসির ৫৮, মোহাম্মদ শেহজাদ ৪৯; মুস্তাফিজ ৩/২৮)
ফলাফল: রাজশাহী কিংস সাত রানে জয়ী
প্লেয়ার অফ দি ম্যাচ: মুস্তাফিজুর রহমান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে তৃতীয় হারের স্বাদ পেলো পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চিটাগং ভাইকিংস। টুর্নামেন্টের ৩২তম ম্যাচে শনিবার (২৬ জানুয়ারি) মেহেদি হাসান মিরাজের নেতৃত্বধীন রাজশাহী কিংসের কাছে সাত রানে পরাজিত হয়েছে মুশফিকুর রহিমের চিটাগং।

জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৯১ পর্যন্ত যেতে সক্ষম হয় চিটাগং। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ইয়াসির আলী। ৩৮ বলে সাতটি চার ও দুইটি ছক্কায় সাজানো ইনিংস খেলে আরাফাত সানির বলে বোল্ড আউট হন তিনি। 

দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার মোহাম্মদ শেহজাদ। মেহেদি হাসান মিরাজের শিকার হওয়ার আগে ২২ বল মোকাবেলায় তিনটি চার ও পাঁচটি ছক্কা হাকান তিনি। এছাড়া জিম্বাবুয়ের সিকান্দার রাজা দুইটি করে চার ছক্কায় ১৫ বলে ২৯ করে মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় শিকার হন। অধিনায়ক মুশফিক ২২ ও আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরান করেন ১১ রান।

২৮ রানে তিন উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজ।

পরাজিত হলেও নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে চিটাগং। পক্ষান্তরে ১০ ম্যাচে পাঁচটি জয়ে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে রাশাহী।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় চিটাগং। রাজশাহীকে ৫০ রানের সূচনা এনে দেন দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস্ ও সৌম্য সরকার। এরমধ্যে ২৬ রান করে খালেদ আহমেদের শিকার হন সৌম্য। ৫৫ রানে আবু জায়েদের শিকার হন চার্লস্। ৪৩ বল মোকাবেলায় পাঁচটি চার ও দুইটি ছক্কা হাকান তিনি।

দুই ওপেনারের পর মিডল-অর্ডারের তিন ব্যাটসম্যান ইংল্যান্ডের লরি ইভান্স, নেদারল্যান্ডসের রায়ান টেন ডসেট ও দক্ষিণ আফ্রিকার ক্রিস্টিয়ান জঙ্কার ছোট ও মারমুখী ইনিংস খেলে রাজশাহীকে পাঁচ উইকেটে ১৯৮ রানের ভালো সংগ্রহ এনে দেন।

ইভান্স চারটি চারে ২৯ বলে ৩৬, ডসেট চারটি ছক্কায় ১২ বলে ২৭ ও জঙ্কার একটি চার ও তিনটি ছক্কায় ১৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। চিটাগং-এর খালেদ আহমেদ দুইটি উইকেট নেন।

Loading...