loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

উত্তরা ইউনিভার্সিটির ১৬তম বিশ্ববিদ্যালয় দিবস পালন


উত্তরা ইউনিভার্সিটির ১৬তম বিশ্ববিদ্যালয় দিবস পালন

সাফল্যের ১৬ বছর শেষ করে ১৭ বর্ষে পা রাখলো উত্তরা বিশ্ববিদ্যালয়। প্রতি বছরের মতো এবারও ২৬ জানুয়ারি উত্তরা ইউনিভার্সিটি ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করেছে।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে (গ্রামভাটুলিয়া, তুরাগ, ঢাকা) সকাল ৮টা থেকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ-এর সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীগণ একত্রিত হয়ে দিনটি উদযাপন করেছেন।

এদিন সকালে বেলুন উড়িয়ে, একঝাঁক পায়রা অবমুক্ত করে এবং বৃক্ষরোপণ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন। এরপর একক সঙ্গীত, যৌথ সঙ্গীত, কবিতা আবৃত্তি, মঞ্চ নাটকসহ নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া ক্রিকেট, ফুটবল, হাড়ি ভাঙ্গা, ১০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, বালিশদৌড়সহ অন্যান্য খেলাধুলার আয়োজনও করা হয়।

বিকেলে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আজিজুর রহমান।

Loading...